পুলিশের আশ্বাসের পর বগুড়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

|

পুলিশের আশ্বাসের পর বগুড়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

পুলিশের আশ্বাসের পর বগুড়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মোটর মালিক শ্রমিক যৌথ কমিটি।

বুধবার দুপুরে বিবদমান পক্ষগুলো বৈঠকে বসে। সংঘর্ষে জড়িতদের গ্রেফতারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে, ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানান নেতারা।

এর আগে, সকাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে।

মোটরযান মালিক কমিটির দু’পক্ষের দ্বন্দ্বের জেরে গতকাল রণক্ষেত্রে পরিণত হয় বগুড়ার চারমাথা এলাকা। সাবেক আহ্বায়ক মঞ্জুরুল আলম মোহন এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের এই বিরোধে হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ আর বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এতে আহত হয় ১০ জন। এই ঘটনার পর ধর্মঘট ডাকে একপক্ষ।

গতকালের সংঘর্ষের ঘটনায় প্রায় পাঁচশ’ জনকে আসামি করে সদর থানায় ৩ টি মামলা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply