দেশজুড়ে ৫ম দিনের মতো চলছে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম

|

দেশজুড়ে ৫ম দিনের মতো চলছে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম

দেশজুড়ে চলছে কোভিড নাইনটিন টিকাদান কার্যক্রম। ৫ম দিনেও ভ্যাকসিন সেন্টারগুলোতে জড়ো হয়েছেন টিকা গ্রহণে আগ্রহীরা।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর ৫০টি কেন্দ্রে নানা শ্রেণী-পেশার মানুষকে দেয়া হচ্ছে করোনার ভ্যাকসিন। ভীতি কমে যাওয়ায় আগ্রহ বেড়েছে মানুষের।

সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে টিকা নেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এ সময় অপপ্রচার রুখে সকলকে টিকা নেয়ার আহ্বান জানান তিনি।

ভ্যাকসিন নিতে অনলাইনে নিবন্ধন করতে হচ্ছে। তবে জাতীয় পরিচয়পত্র থাকলে কেন্দ্রেও নিবন্ধনের ব্যবস্থা রয়েছে। রাজধানীতে ২০৪টি টিম ও সারা দেশে ৯৫৫টি হাসপাতালে টিকা প্রদানে কাজ করছে দুই হাজার ১৯৬টি টিম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply