গ্রাম পর্যায় পর্যন্ত সবাইকে কোভিড-১৯ এর টিকা নেওয়ার আহবান প্রধানমন্ত্রীর

|

গ্রাম পর্যায় পর্যন্ত সবাইকে কোভিড-১৯ এর টিকা নেওয়ার আহবান প্রধানমন্ত্রীর

গ্রাম পর্যায় পর্যন্ত সবাইকে কোভিড-১৯ এর টিকা নেওয়ার জন্য নিবন্ধন করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজ করার নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার সকালে আনসার ও ভিডিপির জাতীয় সমাবেশে এ আহবান জানান প্রধানমন্ত্রী।

সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১তম জাতীয় সমাবেশের উদ্বোধন করেন শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন তিনি।

কুচকাওয়াজের মাধ্যমে তাকে সশস্ত্র সালাম দেওয়া হয়। এ সময় সাহসিকতা ও কাজের স্বীকৃতি হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৪০ জনকে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

প্রধানমন্ত্রী বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদে যেনো যুব সমাজ সম্পৃক্ত না হয় সেজন্য এই বাহিনীকে আরও ভূমিকা রাখতে হবে। গ্রাম পর্যন্ত কোভিড-১৯ এর টিকার নিবন্ধন ও টিকা প্রদানে আনসার বাহিনীকে ভূমিকা রাখার আহবান জানান প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply