৯ বছরে বিচার হয়নি সাগর-রুনি হত্যাকাণ্ডের

|

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার ঘটনা ১০ম বছরে গড়ালো। বৃহস্পতিবার সকালে তাদের কবর জিয়ারত করেছেন একমাত্র সন্তান মাহির সরওয়ার মেঘ।

সকাল সাড়ে ১০টার দিকে বাবা-মায়ের কবর জিয়ারতে আজিমপুর কবরস্থানে আসে মেঘ। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে দোয়া পাঠ করেন। পরে আল্লাহর দরবারে মোনাজাত করেন মেঘ। নওশাদ ছাড়াও তার সঙ্গে ছিলেন মাহির নানি ও মামা। দীর্ঘ ৯ বছরেও সাগর-রুনি হত্যা মামলার বিচার শুরু না হওয়ায় হতাশা জানান তারা।

বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গার বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনিকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে তাদের রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সময় ফ্ল্যাটটিতে ছিলেন তাদের পাঁচ বছর বয়সী একমাত্র পুত্র মাহির সারোয়ার মেঘ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply