ক্যাপিটল হিলে হামলার নেপথ্যে ছিলো ডোনাল্ড ট্রাম্পের উসকানি

|

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলার নেপথ্যে ছিলো সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উসকানি। বৃহস্পতিবার অভিশংসন শুনানির তৃতীয় দিনে চূড়ান্ত যুক্তি উপস্থাপন করেন ডেমোক্র্যাট কৌসুলিরা।

তাদের অভিযোগ, সাবেক প্রেসিডেন্টের মধ্যে নেই বিন্দুমাত্র অনুশোচনা। গুরুতর অপরাধের পরও ট্রাম্পকে শাস্তি না দেয়া হলে; ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধানরাও মার্কিন মূলুকের জন্য হতে পারেন হুমকি। শুনানি চলাকালে, প্রমাণ হিসেবে ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্টে হামলার অদেখা ছবি, অডিও-ভিডিও প্রকাশ করা হয়। যাতে, ক্ষয়ক্ষতির সার্বিক অবস্থা, শারীরিক আঘাত এবং মানসিক যন্ত্রণার খুঁটিনাটি তুলে ধরেন- কৌসুলিরা।

শুক্রবার, ট্রাম্পের আইনজীবীদের ১৬ ঘণ্টার আত্মপক্ষ সমর্থন শুরু হবে। তাদের দাবি, বাক স্বাধীনতা চর্চার পূর্ণ অধিকার রয়েছে একজন প্রেসিডেন্টের। তার বিরুদ্ধে আনা অভিযোগ অসাংবিধানিক ও অযৌক্তিক। ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে সিনেটরের এক-তৃতীয়াংশ বা ৬৭ আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply