কক্সবাজারে পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করেছে কায়াকিং

|

কক্সবাজারে পর্যটকদের বিনোদনে নতুন মাত্রা যোগ করেছে কায়াকিং। কায়াকিং দেশ-বিদেশে জনপ্রিয় হলেও কক্সবাজারে পর্যটকদের জন্য টিকেটের বিনিময়ে কায়াকিং করার সুযোগ এইবারই প্রথম।

সম্প্রতি কক্সবাজারের রেজু খাল পয়েন্টে পরীক্ষামূলকভাবে কায়াকিং চালু করা হয়েছে। এখনো এটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেনি। শুরুতে ৩টি কায়াক দিয়ে শুরু করলেও এখন ৬টি কায়াক দিয়ে পর্যটকদের বিনোদন সেবা শুরু হয়েছে।

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকরা মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত রেজু খালে কায়াকিংয়ে মেতে উঠছেন। রেজু খালটি সরাসরি সাগরের সাথে সংযুক্ত হওয়ায় সাগরের স্বচ্ছ জলের স্বাদ পাওয়া যাচ্ছে এখানে। এর একপাশের পাহাড়ের সৌন্দর্যও বেশ উপভোগ্য।

এখানে কায়াকিং করতে আসা পর্যটকদের চোখে মুখে নতুন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারায় আনন্দের ঝিলিক। অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে কায়াকিং করতে।

উদ্যোক্তারা জানান, শুরুতেই আশাতীত সাড়া মিলছে। বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে আসছেন কায়াকিংয়ের আনন্দ উপভোগ করতে। কায়াকিং অত্যন্ত নিরাপদ বলে জানান তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply