জাতিসংঘে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত

|

জাতিসংঘে মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত

মিয়ানমারের সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে। ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়ন উত্থাপিত প্রস্তাবটি শুক্রবার গৃহীত হয়।

জেনেভা ফোরামের ৪৭টি দেশে এই প্রস্তাব গৃহণে সম্মত হলেও এ থেকে বিরত থাকে চীন ও রাশিয়া। বিশেষ এই অধিবেশন চলাকালে মানবাধিকার কাউন্সিলের প্রস্তাবে বলা হয়, সামরিক বাহিনীকে অবিলম্বে গণতান্ত্রিক কর্তৃপক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর পাশাপাশি অং সান সু চিসহ অন্যান্য রাজনীতিবিদদের দ্রুত মুক্তি দিতে হবে। এছাড়া অভ্যুত্থানের পর বিক্ষোভ এবং আন্দোলন করায় যাতের আটক করা হয়েছে অবিলম্বে তাদের ছেড়ে দেয়ার আহ্বানও জানানো হয়।

এদিকে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের প্রতিনিধি। এদিকে শনিবারও বিক্ষোভ চলছে নেইপিদো, ইয়াঙ্গুনসহ বিভিন্ন এলাকায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply