সাকিবের জায়গায় রিয়াদকে না পেলে মোসাদ্দেককে নিতে বলেছিলাম:পাপন

|

দ্বিতীয় টেস্টে ১৭ রানে হেরে উইন্ডিজের কাছে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এই হারের পরেই সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সাথে কথা বলেছেন বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন সে সময় তিনি বলেন ‘যখন শুনলাম সাকিবের চোট, দলে বদলি লাগবে। তখন এক এক করে অনেকগুলো নাম বলা হয়েছিল।

পরিস্কার করে বলে দিচ্ছি- ওখানে আমার সামনে আকরাম, সুজন, নান্নু, সুমন, মল্লিক ছিল। ওদেরকে প্রথমেই বলেছি রিয়াদের কথা। ওদেরকে অপশন দিয়েছিলাম ৪-৫টা। একটা ছিল মাহমুদউল্লাহ রিয়াদ- এক নম্বর এরপর মোসাদ্দেক হোসেন, এরপর শেখ মেহেদী হাসান ও চতুর্থ অপশন ছিল সৌম্য। ওরা সৌম্যকে নিয়েছে।’

তিনি আরও বলেন, তারপরও আমি ব্যক্তিগভাবে কল দিয়েছি রিয়াদকে। রিয়াদ বলল ওর ব্যাকপেইন। সাথে সাথে বললাম মোসাদ্দেকের খোঁজ করো। ওরা খোঁজ করে বলল ঢাকায় নেই। ওদের পছন্দ কিন্তু একটাই। বাকি কারও নাম বলেনি। এগুলো নিয়ে বিস্তারিত আলাপ করতে চাই না আমি। কিন্তু আমরা যে চেষ্টা করেছিলাম সেটা আপনাদের বললাম।

তবে দলের পারফরমেন্স যেন আরও ভালো হয় সামনে সেই ব্যাপারে সবাইকে সাথে নিয়েই চেস্টা করবেন বোর্ড প্রেসিডেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply