পাকিস্তানে ‘করোনায়’ শেষ বিরল সাদা বাঘ!

|

পাকিস্তানে ‘করোনায়’ শেষ বিরল সাদা বাঘ!

পাকিস্তানের লাহোর চিড়িয়াখানায় মারা যাওয়া ১১ সপ্তাহের বিরল দু’টো সাদা বাঘের মৃত্যুর কারণ- কোভিড-১৯। পিসিআর টেস্ট ছাড়াই এমন দাবি কর্তৃপক্ষের।

‘ফেলাইন প্যান-লিউ-কোপেনিয়া’ ভাইরাসের চিকিৎসা শুরুর পর ৩০ জানুয়ারি দুই শাবকের মৃত্যু হয়। তারও দু’সপ্তাহ পর শনিবার মেলে ময়নাতদন্ত রিপোর্ট। দু’টো শাবকের ফুসফুসই গুরুতর ক্ষতিগ্রস্ত ছিলো যা কোভিড নাইনটিনের অন্যতম উপসর্গ।

একই সময়, করোনা টেস্টে পজেটিভ শনাক্ত হন ৬ চিড়িয়াখানাকর্মী; যাদের একজন ছিলেন বাচ্চাগুলোর রক্ষক। ধারণা করা হচ্ছে, তার মাধ্যমেই করোনায় আক্রান্ত হয় বাঘ দুটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply