কুড়িগ্রামে মৃত্যুদণ্ডের রায় শুনে আদালতে আসামিদের ভাঙচুর

|

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে গভীর রাতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা মামলায় নিহতের বড় ভাইসহ ৬ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। এ মামলায় একজনকে বেকসুর খালাস দেয়া হয়।

তবে সাজাপ্রাপ্ত আসামিরা রায় ঘোষণার সাথে সাথে কাঠগড়ায় থাকা গ্লাসের বেষ্টনী ভাঙচুর করেন।

কুড়িগ্রাম পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন জানান, মঙ্গলবার দুপুরে এ রায় দেন জেলা দায়রা জজ মো. আব্দুল মান্নান। এসময় মোট সাত আসামির মধ্যে ৬ জন উপস্থিত ছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি শুরু থেকে পলাতক রয়েছে।

তিনি বলেন, তিনজন জেলে ও তিনজন জামিনে থেকে আদালতে হাজির ছিলেন। আসামিদের উপস্থিতিতে রায় ঘোষিত হলে দণ্ডপ্রাপ্ত আসামিরা কাঠগড়ার গ্লাসের নিরাপত্তা বেষ্টনীতে আঘাত করে ভেঙে ফেলেন। এতে তাদের হাত কেটে রক্তাক্ত হয়। পরে তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট এস.এম. আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু, অ্যাডভোকেট মনোয়ারুল হক আলো, অ্যাডভোকেট আমীর আলী, অ্যাডভোকেট এটিএম এরশাদুল হক চৌধুরী শাহিন ও অ্যাডভোকেট আসাদুল হক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply