গুড়িয়ে দেয়া হলো ট্রাম্প প্লাজা ও ক্যাসিনো

|

ডিনামাইটের নিয়ন্ত্রিত বিস্ফোরণে ধসিয়ে দেয়া হলো ৩৯ তলা ‘ট্রাম্প প্লাজা ও ক্যাসিনো’। বুধবার প্রচণ্ড শৈত্যপ্রবাহ উপেক্ষা করেই ভবনটির শেষ পরিণতি দেখতে হাজির হন, কয়েকশ’ মানুষ।

একসময়ে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ছিলো নিউজার্সি সমুদ্রতীরের ভবনটি। কয়েক দফা নিজেকে দেউলিয়া ঘোষণার পর, ২০০৯ সালে তিনি ছেড়ে দেন মালিকানা। পরে নিলামে জনপ্রিয় ভবনটি কেনেন ধনকুবের কার্ল সি একাহান। ক্যাসিনো ব্যবসায় ধসের কারণে ২০১৪ সালে সেটি বন্ধ হয়। এতকাল হয়নি রক্ষণাবেক্ষণও।

নিউ জার্সির আটলান্টিক সিটিকে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ‘লাস ভেগাস’ হিসেবে অভিহিত করা হতো। ক্যাসিনো ও মনোরম সব হোটেলে সাজানো এই শহরে আটলান্টিক সিটির অন্যতম আকর্ষণ ছিল। আর সেখানেই ট্রাম্প প্লাজা হোটেল অ্যান্ড ক্যাসিনো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply