জিয়াউর রহমান মুখোশধারী মুক্তিযোদ্ধা ছিল: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

|

টাঙ্গাইল প্রতিনিধি:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জিয়াউর রহমান মুখোশধারী মুক্তিযোদ্ধা ছিল। তিনি সমঝোতার জন্য অনেক চেষ্টা করেছেন এর অনেক প্রমাণ রয়েছে।

এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমানই সবচেয়ে বেশী সুবিধাভোগ করেছে। বঙ্গবন্ধুর আত্ম স্বীকৃত খুনিদের বিভিন্নভাবে পুরস্কৃত করেছে জিয়া।

বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “মুজিব বর্ষ ও মুজিবনগর” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মুজিবনগর সরকার বাংলাদেশের প্রথম সরকার। এই সরকারেরই নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে এবং স্বাধীনতা এসেছে।

টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply