অক্ষত অবস্থায় মঙ্গলের মাটি ছুঁলো নাসা’র পারসিভারেন্স রোভার

|

অক্ষত অবস্থায় মঙ্গলের মাটি ছুঁলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র পারসিভারেন্স রোভার। বাংলাদেশ সময় শুক্রবার সকালে, গ্রহটির বিষুবরেখা এলাকা কাছে জেজিরো’র কাছে অবতরণ করে রোবটরূপী ছোট্ট মহাকাশযানটি।

মিশনের উপ-ব্যবস্থাপক ম্যাট ওয়ালেস নিশ্চিত করেন এ তথ্য। আগামী দুই বছর মঙ্গলপৃষ্ঠেই ঘুরে বেড়াবে ছয় চাকার রোবটটি। কোনোকালে সেখানে প্রাণের অস্তিত্ব ছিল কিনা, তা জানতে সংগ্রহ করবে পাথরের নমুনা ও তথ্য-উপাত্ত। ধারণা করা হয়, নিরক্ষরেখা এলাকা জেজিরোতেই কয়েকশ’ বছর আগে একটি বিশালাকৃতির হ্রদ ছিল। আর পানি মানেই প্রাণের সম্ভাবনার চিহ্ন।

এ পর্যন্ত মঙ্গলগ্রহে পাঁচটি রোভার পাঠিয়েছে নাসা। বলা হচ্ছে, এর মধ্যে পারসিভারেন্স জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন রোভার। ঐতিহাসিক এ অবতরণের পরপরই আনন্দে ফেটে পড়ে ক্যালিফোর্নিয়ায় নাসার কন্ট্রোল রুমে অবস্থানরত প্রকৌশলীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply