বাংলাদেশের হয়ে নয় আইপিএলেই খেলবেন সাকিব

|

শ্রীলঙ্কা সিরিজে টেস্ট, ওয়ানডে কোনো ফরমেটেই সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। আইপিএলের কারণে বিসিবির থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। বিসিবি চেয়েছিলো অন্তত ওয়ানডে সিরিজে যেন সাকিবকে পায় তারা সেটিও হয়নি। এমন কথাই বলেছেন বিসিবির অপারেসন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি আরও বলেছেন, আইপিএলে অংশগ্রহণ করতে চেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলার জন্য সে সম্প্রতি আমাদেরকে একটি চিঠি দিয়েছে। সেই প্রেক্ষিতেই আমরা তাকে অনুমতি দিয়েছি। কেউ যদি খেলার জন্য আগ্রহ না দেখায় তাহলে আমাদের কোনো পয়েন্ট নেই জোর করে খেলানোর।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর ভারতীয় ক্রিকেট লিগ আইপিএলও তিনি জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সে। নিলামে ৩ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে তাকে কিনেছে কেকেআর। ২০১১ ও ২০১৭ পর্যন্ত কেকেআর’র হয়েই মাঠ মাতিয়েছেন তিনি।

২০১২ ও ২০১৪ সালে কেকেআরকে শিরোপা জেতাতে অবদান রেখেছিলেন ব্যাট ও বল হাতে। এর আগে পিতৃত্বকালীন ছুটি নিয়ে আসছে নিউজিল্যান্ড সফরে থেকে সরিয়ে নিয়েছেন নিজেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply