অস্ট্রেলিয়ান ওপেনে জয়রথ থামলো আসলান কারাতসেভের

|

অবশেষে জয়োরথ থামলো আসলান কারাতসেভের। শীর্ষ বাছাই জোকোভিচের কাছে হেরে বিদায় নিলেন নিজের প্রথম গ্র্যান্ডস্ল্যাম থেকে। অন্যদিকে নারী একক ফাইনালে ওসাকার প্রতিপক্ষ ২২তম বাছাই জেনিফার ব্রাডি প্রথম পা রাখলেন কোন গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে।

গ্র্যান্ডস্ল্যামের প্রথম আসরেই সেমিফাইনালে পৌছে যাওয়া রাশিয়ান আসলান কারাতসেভের জাদু থেমে যায় নোভাক জোকোভিচের কাছে এসে। প্রথম সেটেই জোকো জয় পান ৬-৩ পয়েন্টে। ৬-৪, ৬-২ এ হেরে থেমে যায় গ্র্যান্ডস্ল্যামে তার স্বপ্ন যাত্রা। টানা ৩য় অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপার পথে জোকোভিচের প্রতিপক্ষ নির্ধারিত হবে আজ দুপুরে।

নারীদের ২য় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন ২৫তম বাছাই ক্যারোলিনা মুচোভা আর ২২তম বাছাই জেনিফার ব্রাডি। প্রথম সেট ব্রাডি ৬-৪ এ জিতে নিলেও ২য় সেটেই ঘুড়ে দাড়ান মুচোভা। ৬-৩’র জিতে সমতা আনলে ম্যাচ গড়ায় ৩য় সেটে। যেখানে ব্রাডি ৬-৪ পয়েন্টে সেট ও ম্যাচ নিশ্চিত করে প্রথমবারের মত গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে উঠলেন। শনিবার দুপুর আড়াইটায় ফাইনালে মুখোমুখি হবেন নওমি ওসাকা আর জেনিফার ব্রাডি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply