“মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র”

|

রাশিয়ার ওপর  নতুন করে নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা করেছে ওয়াশিংটন। এটি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনাকে পুরোপুরি শেষ করে দিয়েছে। ফেসবুক পেইজে এমন মন্তব্য রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের।

তিনি বলেন, নতুন নিষেধাজ্ঞা বৈশ্বিক স্থিতিশীলতাকে নষ্ট করবে এবং সংঘাত বাড়বে। অনিচ্ছা স্বত্বেও রাশিয়াবিরোধী এ বিলে স্বাক্ষরকে মার্কিন প্রেসিডেন্টের অপমানজনক পরাজয় হিসেবে আখ্যা দেন তিনি। বুধবার, মার্কিন কংগ্রেস ও সিনেটে পাশ হওয়া নিষেধাজ্ঞা বিলটি অনুমোদন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। নতুন আইনে রাশিয়ার নুতন নিষেধাজ্ঞার পাশাপাশি, আগে থেকেই কার্যকর নিষেধাজ্ঞাগুলো শিথিলে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা সংকোচন করা হয়েছে। এখন কংগ্রেসের অনুমতি ছাড়া, রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারবেন না ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply