নেতার বাড়ি থেকে চোর সন্দেহে আটকের পর দেওয়া হয় গণপিটুনি

|

নেতার বাড়ি থেকে চোর সন্দেহে আটকের পর দেওয়া হয় গণপিটুনি

গাজীপুরে চোর সন্দেহে এক প্রতিবন্ধী নারীকে গণপিটুনিতে হত্যার ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

রাত সাড়ে ১২টায় গাছা থানায় মামলা দায়ের করেন নিহতের স্বামী মো. হোসেন আলী। শুক্রবার সকালে শহরের কুনিয়াপাচর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা শহীদ উল্লাহর ৬ তলা বাড়ি থেকে চোর সন্দেহে আটক করা হয় এসনেহারকে। দেয়া হয় গণপিটুনি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply