আল জাজিরার প্রতিবেদন সরাতে সম্মত ফেসবুক: মোস্তফা জব্বার

|

বাংলাদেশকে নিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার করা প্রতিবেদনটি সরাতে সম্মত হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।

মোস্তফা জব্বার জানিয়েছেন, দ্রুতই এটি সরে যাবে। ইউটিউব থেকে এই প্রতিবেদন সরানোর বিষয়ে কথা চলছে। শনিবার বিকেলে বিটিআরসি কার্যালয়ে অর্ধেক খরচে বাংলা ভাষায় এসএমএস সেবা চালু করার অনুষ্ঠানে তিনি একথা জানান।

বাংলাদেশ সরকার প্রধান ও সেনাপ্রধান নিয়ে একটি বিতর্কিত টিভি রিপোর্ট প্রচার করলে রিপোর্ট সরানোর নির্দেশ দেয় উচ্চ আদালত। আদালতের নির্দেশনার পরেও বিটিআরসি এখনো রিপোর্ট সরাতে পারেনি।

ফেসবুকের বক্তব্য:  বাংলাদেশকে নিয়ে আল জাজিরার প্রতিবেদনটি সরাতে হাইকোর্টের কোনো নির্দেশনা পায়নি বলে এক বিবৃতিতে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের কমিউনিকেশন অফিসার সারাহ শারমিন জানান, আমরা বিটিআরসি’র কাছ থেকে আল জাজিরার ডকুমেন্টারি সরিয়ে নেয়ার জন্য হাইকোর্টের লিখিত কোনো নির্দেশনা পাইনি। আমরা এই বিষয়ে কোনো বিবৃতি দেইনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply