কোথাও দ্বিধা নেই

|

মনোজ দে

তোমরা কি দেখেছ বসন্তে ফুলের বনে হাহাকার তোলে ঝরাপাতা?
মারী মড়ক পেরিয়ে আমরাও মন্বন্তরের সন্তান
অথচ রঙিন চশমায় মোড়া আমাদের চকচকে চোখ
হাওয়ায় বিভোর সফলতা আর প্রাপ্তির সুমধুর গানে

এখানে আমাদের বুকপকেটে বহুবছরের যত্নে জমানো স্বপ্ন
মুঠোখানেক আদর না পেয়ে মরে যাচ্ছে।
আমরা মানুষের খোলসে আত্মা খসে পড়া মৃত সব মানুষ-
ধ্বংসের উৎসবে দ্বিধাহীন নিপুণ;
আমাদের ছুরি থামিয়ে দিচ্ছে আমাদের স্বজনের হৃৎপিণ্ড,
হত্যার উৎসব ছাড়া আমাদের আর কোনো আরাধনা নেই
কোথাও বেদনা নেই, কোথাও দ্বিধা নেই,
কোথাও যন্ত্রণাটুকু বলা যায় এমন মানুষ নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply