ঘাটারচর-কাঁচপুর রুটে কি.মি. প্রতি ২টাকা ২০ পয়সা ভাড়া নির্ধারণের প্রস্তাব

|

ফাইল ছবি।

ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রতি কিলোমিটার ২ টাকা ২০ পয়সা ভাড়া নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে বিআরটিএ। মঙ্গলবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাস রুট র‍্যাশোনালাইজেশনের ১৬ তম সভা শেষে সাংবাদিকদের এমনটাই জানান মেয়র শেখ ফজলে নূর তাপস।

আগামী এপ্রিলের মধ্যে এই রুটে বাস নামানোর কথা থাকলেও তা সম্ভব হচ্ছে না। দাপ্তরিক ও প্রক্রিয়াগত কার্যক্রম সম্পন্ন হলেও বাস নামানোর মত বাস্তব অবস্থা এখনো তৈরি হয়নি বলে জানান মেয়র।

তিনি বলেন, প্রকল্পের আওতায় এই রুটে নির্দিষ্ট স্থানে বাস ও যাত্রী ছাউনি করার পরিকল্পনা রয়েছে যে কার্যক্রম এখনো শুরু করা যায়নি। এছাড়া ঘাটারচরে অস্থায়ীভাবে বাস রাখার স্থান নির্ধারণ হলেও মাঠ পর্যায়ের কাজ শুরু যায়নি। বিভিন্ন দপ্তরের সাথে যৌথ উদ্যোগে আগামী এক সপ্তাহের মধ্যে কার্যক্রম শুরুর কথা জানান মেয়র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply