চট্টগ্রাম সিটি নির্বাচনে কারচুপির অভিযোগে নতুন মেয়রসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

|

চট্টগ্রাম সিটি নির্বাচনে কারচুপির অভিযোগে নতুন মেয়র, সিইসিসহ ৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপির পরাজিত প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

বুধবার সকালে প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে বিচারক খাইরুল আমিনের আদালতে মামলাটি দায়ের করেন তিনি। মামলায় ১ নম্বর বিবাদী করা হয়েছে মেয়র রেজাউল করিম চৌধুরীকে। এছাড়া আরও ৫ মেয়র প্রার্থীসহ প্রধান নির্বাচন কমিশনার, সচিব ও আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মামলায় বলা হয়, বিভিন্ন কেন্দ্রে তাকে এক অথবা শূন্য ভোট দেখানো হয়েছে যা অবাস্তব। ইভিএম মেশিনের প্রিন্টের কপি কমিশনারের কাছে বারবার চাওয়ার পরও তা দেয়া হয়নি তাকে। নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে ডা. শাহাদাত হোসেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply