আবারও সীমান্তে রোহিঙ্গাদের ওপর গুলি

|

বাংলাদেশ সীমান্তে পালিয়ে আসা রোহিঙ্গাদের লক্ষ্য করে আবারও গুলি ছুঁড়েছে মিয়ানমারের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিপি। সোমবার সকালে কয়েক দফা গুলি করা হয়। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। গত শনিবারও আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের ওপর গুলি চালিয়েছিলো মিয়ানমারের বাহিনী।

রাখাইনে বাড়িঘরে আগুন দেয়ায় দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন হাজার হাজার রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু। বান্দরবানের ঘুমধুম ও কক্সবাজারের বালুখালী সীমান্তে জড়ো হয়েছেন তারা। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত সিল করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

সতর্ক পাহারার মধ্যেও সহিংসতা শুরুর পর গত তিন দিনে দুই হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে আরও চার রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ১০ জন সেখানে চিকিৎসা নিয়েছেন।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply