সিরিয়ায় বিমান হামলা করার নির্দেশ দিলেন বাইডেন

|

সিরিয়ায় বিমান হামলা করার নির্দেশ দিলেন বাইডেন

প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের এক মাসের মাথায় সিরিয়ায় ইরানের সামরিক ঘাঁটিতে বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র। যাতে প্রাণ গেছে কমপক্ষে ১৭ জনের।

পেন্টাগনের বিবৃতি অনুসারে, নতুন অভিযানের নির্দেশ দিয়েছিলেন কমান্ডার ইন চিফ বা খোদ প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও বৃহস্পতিবার সিরিয়ার পূর্বাঞ্চলে চালানো হামলার পরিসর ছিলো খুবই সীমিত।

পেন্টাগন মুখপাত্র জন কিরবি জানান, ইরাকে মার্কিন সেনাদের ওপর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতেই এ পদক্ষেপ। সংঘাতপীড়িত সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি যেনো নতুনভাবে অবনতি না হয় তাও লক্ষ্য রাখা হচ্ছে। ইরাক-সিরিয়ার সীমান্ত এলাকায় ওই ঘাঁটিগুলো ব্যবহার করতো ইরানি যোদ্ধারা।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, “এ অভিযান পরিচালনার পরামর্শ আমারই ছিল। শিয়া মিলিশিয়াদের স্থাপনা আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য ছিল এবং তাতে আঘাত করতে সক্ষমও হয়েছি আমরা। এজন্য ইরাক সরকারকে বোঝাতে হয়েছে আমাদের। প্রচুর গোয়েন্দা তথ্যও সংগ্রহ করতে হয়েছে।”


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply