শিক্ষাখাতের উন্নয়নে দেশের ইন্ডাস্ট্রিগুলোকে একযোগে কাজ করার আহ্বান শিক্ষামন্ত্রীর

|

শিক্ষাখাতের উন্নয়নে দেশের ইন্ডাস্ট্রিগুলোকে একযোগে কাজ করার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

শিক্ষাখাতের উন্নয়নে দেশের ইন্ডাস্ট্রিগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

শনিবার সকালে ডিসিসিআই এর আয়োজনে ইন্ডাস্ট্রি একাডেমিয়া শীর্ষক ভার্চুয়াল আলোচনায় তিনি এই কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় গুলোকে আধুনিক কারিকুলামে গবেষণার উপর জোর দিতে হবে এবং তাতে বিভিন্ন শিল্পকারখানা খাত একসাথে কাজ করতে পারে। যাতে করে প্রয়োজনীয় ও বাস্তবসম্মত দক্ষতাগুলো শিক্ষার্থীরা আয়ত্ত করে বিশ্ব বাজারে দক্ষ চাকরিজীবী হিসেবে কাজ করতে পারে।

ডা. দিপু মনি আরও বলেন, ভাষাশিক্ষার গোড়ায় দুর্বলতার কারণে সব ধরণের যোগাযোগে আমাদের শিক্ষার্থীরা পিছিয়ে যাচ্ছে। এছাড়া বিশ্ববিদ্যালয় গুলো ডিগ্রি নতুন করে আধুনিক প্রযুক্তি ও কারিকুলামে নিতে শর্টকোর্স ব্যবস্থায় করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply