যুক্তরাষ্ট্রে অনুমোদন পেলো জনসনের করোনা টিকা

|

যুক্তরাষ্ট্রে করোনার তৃতীয় ভ্যাকসিন হিসেবে অনুমোদন পেলো জনসন অ্যান্ড জনসনের টিকা। এর সার্বজনীন ব্যবহার নিয়ে বিশেষজ্ঞ প্যানেলের যুক্তিতর্ক উপস্থাপনের পর শনিবার এ ঘোষণা দেয় মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA।

করোনা প্রতিরোধে বিশ্বের প্রথম এক ডোজের টিকা এটি। মার্চের মধ্যে দু’কোটি ডোজ টিকা সরবরাহ করার কথা জানিয়েছে জনসন অ্যান্ড জনসন। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মডার্না ও ফাইজারের টিকা নিয়েছেন প্রায় পাঁচ কোটি মানুষ; এদের মধ্যে দু’ডোজই সম্পন্ন হয়েছে সোয়া দু’কোটি মানুষের।

করোনা প্রতিরোধে এ দুই টিকার ৯৫ শতাংশ কার্যকারিতা প্রমাণিত হয়েছে; জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকার ক্ষেত্রে এ হার ৬৬ শতাংশ। অবশ্য করোনার ভিন্ন বৈশিষ্ট্যের বিবর্তিত ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির সময় যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকায় নতুন টিকাটির পরীক্ষা হয়। এটি পরিবহণে ফ্রিজিংয়ের প্রয়োজন নেই এবং সহজে পরিবহণযোগ্য। সবমিলিয়ে টিকাটি নিয়ে বেশ আশাবাদী গবেষকরা।

যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য সংস্থার পরিচালক ড. ফ্রান্সিস কলিন্স বলেন, জনতার উদ্দেশে বলবো, যে টিকা নেয়ারই সুযোগ পান, নিয়ে নিন। গুরুতর অসুস্থতা, হাসপাতাল ও আইসিইউতে ভর্তি হওয়া, এমনকি করোনায় মৃত্যু এড়াতে এর বিকল্প নেই। তাই দ্রুততম সময়ে কতো বেশি মানুষকে টিকার আওতায় আনা যাচ্ছে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply