খাশোগি হত্যা: সোমবার সৌদির বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে বাইডেন সরকার?

|

খাশোগি হত্যা: সোমবার সৌদির বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে বাইডেন সরকার?

সাংবাদিক জামাল খাশোগি হত্যা ইস্যুতে সৌদি আরবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা যুক্তরাষ্ট্র; কিংবা কী ব্যবস্থা নেবে- সে ঘোষণা আসতে পারে সোমবার। শনিবার এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই খাশোগি হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয় শুক্রবার। তাও কেন যুবরাজের বিরুদ্ধে এখনও নিষেধাজ্ঞা আরোপ বা কোনো কার্যকরী পদক্ষেপ নেয়া হয়নি, তা নিয়ে সমালোচনার মুখে রয়েছে বাইডেন প্রশাসন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঘোষণা আসন্ন বলে নিশ্চিত করলেও এ নিয়ে বিস্তারিত জানাননি বাইডেন।

২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে নির্মমভাবে হত্যা করা হয় রাজপরিবারের কট্টর সমালোচক খাশোগিকে। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মোহাম্মদ বিন সালমান; তাকে সমর্থন দিয়েছে আরব মিত্ররা।

এ বিসয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “সোমবার একটি বহুল প্রতীক্ষিত ঘোষণা নিয়ে আপনাদের সামনে আসবো আমরা। জানাবো, জামাল খাশোগি হত্যা ইস্যুতে সৌদি আরবের বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেবে ওয়াশিংটন।”


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply