করোনার টিকা কার্যক্রম পরিচালনায় ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ আর্জেন্টিনায়

|

করোনার টিকা কার্যক্রম পরিচালনায় ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ আর্জেন্টিনায়

করোনার টিকা কার্যক্রম পরিচালনায় ব্যর্থতার অভিযোগে ব্যাপক বিক্ষোভ হয়েছে আর্জেন্টিনার বিভিন্ন শহরে। টিকা দেয়ার ক্ষেত্রে স্বজনপ্রিয়তার অভিযোগ বিক্ষোভকারীদের। শনিবার সরকারি বিভিন্ন কার্যালয়ের সামনে মৃতদেহ সেজে শুয়ে থাকেন অনেকে।

লিখে রাখেন, “আমি টিকার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু তা নিয়ে নিলেন প্রেসিডেন্টের বন্ধুরা।” এক মন্ত্রীকে অনুরোধ করে প্রখ্যাত এক আর্জেন্টাইন সাংবাদিক টিকা নেয়ার কথা জানান গত ১৯ ফেব্রুয়ারি। এ ঘটনায় আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। এরপরই বেরিয়ে আসে, ঘাটতির মধ্যেই অগ্রাধিকার তালিকায় না থাকা কমপক্ষে ৭০ জন প্রভাব খাটিয়ে টিকা নিয়েছেন বলে প্রকাশ করেন নতুন স্বাস্থ্যমন্ত্রী।

মহামারিতে আর্জেন্টিনায় প্রাণ গেছে প্রায় ৫২ হাজার মানুষের; আক্রান্ত ২০ লাখের বেশি। ডিসেম্বরে টিকা কার্যক্রম শুরুর পর ডোজ নিয়েছেন ১০ লাখের বেশি মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply