পরীক্ষার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটে শিক্ষার্থীদের বিক্ষোভ

|

পরীক্ষার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত নতুন পরীক্ষার সময়সূচি বাতিল, অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ এবং ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা মার্চের মধ্যে নেয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার ১১টার দিকে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক আটকে রেখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা।

সারাদেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা মার্চের মধ্যে পরীক্ষা গ্রহণের দাবি জানান। পরীক্ষার ব্যাপারে কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা দাবি থেকে সরে আসবে না বলে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply