টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব পেলেন অ্যারন ফিঞ্চ

|

টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়কের নাম ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড সিরিজে প্রথম দুই ম্যাচে ফিঞ্চকে নিয়ে সমলোচনা হয়েছিলো বেশ তারপরও সেই ফিঞ্চের উপরই ভরসা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম মেলবোর্ন হেরাল্ড সানকে এ সংবাদ নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়া দলের নির্বাচক জর্জ বেইলি।

ফিঞ্চকে নিয়ে বেইলি বলেন, ফিঞ্চের অধিনায়কত্ব আর অফফর্ম নিয়ে আমরা চিন্তিত নই। তার গড় কিন্তু দারুণ। সে এখন দলের অধিনায়ক এবং সামনের বিশ্বকাপেও সে-ই অধিনায়ক থাকবে। তার ব্যাপারে চলা আলোচনা আমার কাছে মূল্যহীন মনে হচ্ছে।

তবে অস্ট্রেলিয়া দলের সাবেক নির্বাচক ও অজিদের সাবেক অধিনায়ক মার্ক ওয়াহ বলছেন ফিঞ্চকে বাদ দিতে। ওয়াহ বলেছেন, ফিঞ্চের কাজ হলো রান করা। কোনো ব্যাটসম্যানই রান না করে দলে টিকে যাওয়ার লাইসেন্স রাখে না। সেটা হোক অধিনায়ক বা অন্য কেউ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply