রাজিবকে মাঠ থেকে বের করে দিয়েছিলেন গামিনি সিলভা

|

নিজের ভুল স্বীকার করে বিসিবির কাছে মাফ চেয়েছেন শাহাদত হোসেন রাজিব। পাঁচ বছরের সাজাপ্রাপ্ত রাজিব বিসিবির কাছে আবেদনও করেছেন যেন নিষেধাজ্ঞা কাটিয়ে এবারের এনসিএলেই মাঠে ফিরতে পারেন তিনি।

তবে জাতীয় লিগে খেলতে হলে নিজেকে ফিট হিসেবে প্রমান করার বেশ জরুরি। সেই কারণেই মিরপুরে অনুশীলন করতে গিয়েছিলেন রাজিব। তবে অনুশীলন করতে পারেননি তিনি। শ্রীলঙ্কান কিউরেটর গামিনি শাহাদতকে মাঠ থেকে বের করে দিয়েছিলেন। এই ঘটনার বলতে গিয়ে আবেগে কান্নায় ভেঙ্গে পরেন রাজিব।

তিনি বলেন, রোববার ২৮ ফেব্রুয়ারি, সোহানকে যখন নেট বোলার হিসেবে বল করছিলাম মিরপুরে, তখন গামিনি এসে বলেছে- তুমি কোনো কিছু করতে পারবা না এখানে। বোর্ড থেকে বলা হয়েছে তুমি মাঠে বোলিং বা জিম কিছুই করতে পারবা না।’

তবে শাহাদত হোসেন জানতেন না যে নিষেধাজ্ঞা চলাকালে বিসিবির অধীনে থাকা মাঠের সুবিধাও ভোগ করা যায় না।

তিনি আরও বলেন, আমি জানতাম না নিষেধাজ্ঞা থাকলে মাঠেও সক্রিয় থাকা যায় না। যেখানে আমি ক্রিকেট জীবন কাটিয়েছি, এত খারাপ লেগেছে। অনেক কষ্টের একটি বিষয়। চোখের পানি এমনিই বের হয়ে গেছে। আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক হতাশ হয়েছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply