ইয়েমেনকে অতিসত্বর সহযোগিতা না করলে চরম মানবিক সংকট দেখবে বিশ্ব

|

শিগগিরই মৃত্যুকূপে পরিণত হতে পারে ইয়েমেন। অতিসত্বর দুর্ভিক্ষপীড়িত জনগোষ্ঠীকে সহযোগিতা না করলে, চরম মানবিক সংকট দেখবে বিশ্ব।

সোমবার দাতা সংগঠন এবং দেশগুলোর সাথে এক ভার্চুয়াল সম্মেলনে এই উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মহাসচিব।

তিনি বলেন, লাখ লাখ নারী ও শিশুসহ সাধারণ ইয়েমেনিদের রক্ষায় দাতাগোষ্ঠীগুলোর আচরণ খুবই হতাশাজনক। কারণ, চলতি বছর দেশটির খাদ্য সংকট মেটাতে ৩৮৫ কোটি ডলারের সহযোগিতা চেয়েছিলো জাতিসংঘ। কিন্তু করোনা মহামারি প্রতিরোধে লড়তে থাকা বিশ্ববাসী অর্ধেকের মতো সহায়তা দিতে রাজি হয়েছে।

জাতিসংঘের হিসাব অনুসারে, এক কোটি ৬০ লাখ মানুষ ভুগছেন দুর্ভিক্ষে। এরইমাঝে প্রাণ হারিয়েছেন যুদ্ধপীড়িত দেশটির ৫০ হাজার মানুষ।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, বর্তমানে দুর্ভিক্ষে জর্জরিত ইয়েমেন। অনাহার-অর্ধাহারে থাকা লাখ লাখ প্রাণ বাঁচাতে এ মুহূর্তে এগিয়ে আসুন। জানি, ইয়েমেনিদের প্রবল মানবিক সংকট কমানো অসম্ভব। কেননা, নারী-শিশুসহ দুই কোটির বেশি মানুষ রয়েছেন মৃত্যুপুরীতে। চলতি বছর ৩৮৫ কোটি ডলারের জরুরি সহযোগিতা প্রয়োজন। কিন্তু মিলেছে ১৭০ কোটি ডলার। যা সত্যিকার অর্থেই কষ্টদায়ক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply