জনতার আন্দোলনের সামনে মাথানত করলো আর্মেনীয় সরকার

|

জনতার আন্দোলনের সামনে মাথানত করলো আর্মেনীয় সরকার

নাগোরনো-কারাবাখ শান্তিচুক্তিতে সইয়ের মাধ্যমে ভুল করেছে আর্মেনীয় সরকার। সোমবার বিরোধীদের উত্তাল বিক্ষোভ এবং হাজারো সমর্থকদের সামনে নতি-স্বীকার করের প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।

বলেন, অপরাধ শুধরানোর সুযোগ দিতে দ্বিতীয়বার নির্বাচনে জয়যুক্ত করা হোক তার সরকারকে।

একইদিন, রাজধানীতে বিশাল শোডাউন করে বিরোধীরা। তাদের অভিযোগ, বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি সরকার। উল্টো- রক্তক্ষয়ী যুদ্ধের পর সেটি আজারবাইজানের হাতে ছেড়ে দিয়েছেন পাশনিয়ান। অবিলম্বে, প্রধানমন্ত্রীর পদত্যাগ চান বিরোধীরা।

গেলো বছর টানা ৬ সপ্তাহের প্রাণঘাতী যুদ্ধের পর, নভেম্বরে তুরস্ক-রাশিয়ার মধ্যস্থতায় শান্তিচুক্তি করে চিরবৈরী দুই প্রতিবেশী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply