মোদির সফর চূড়ান্ত করতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

|

নরেন্দ্র মোদি’র ঢাকা সফর কর্মসূচি চূড়ান্ত করতে কাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, উন্নয়নশীল দেশ হিসেবে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য আর কানেক্টিভিটি বাড়ানোকে অগ্রাধিকার দিচ্ছে ঢাকা ও নয়াদিল্লি। আর ভারতের সাথে বন্ধুত্বের গভীরতায় চীনের মাথাব্যথার কারণ নেই বলেও মনে করছে বাংলাদেশ।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মার্চ ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সফরের কর্মসূচি চূড়ান্ত করতে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেনের সাথে বসবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। একদিনের সফরে দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভারতের সাথে সম্পর্কে এখন অগ্রাধিকার ব্যবসা বাণিজ্য বিনিয়োগ। প্রতিবেশী দেশটিকে সাথে নিয়ে আঞ্চলিক যোগাযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে চায় বাংলাদেশ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply