টিকার জন্য সাড়ে ৩ হাজার মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছি: স্বাস্থ্যমন্ত্রী

|

বিদেশি বিভিন্ন সংস্থা টিকার জন্য সাড়ে তিন হাজার মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, অক্সফোর্ডের পাশাপাশি অনুমোদিত অন্য টিকা আনার চেষ্টা চলছে। বিদেশি ও উন্নয়ন প্রকল্পে কাজ করছে তাদের টিকা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, ৪০ বছর নীচে বয়সীদের টিকা দিলে ৪ কোটি মানুষকে দেয়া যাবে। আরও টিকা পেলে বয়সের বিষয়টি কমানোর চিন্তা করা হবে। বলেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। শিক্ষক শিক্ষার্থীদের টিকা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply