সংখ্যালঘুদের জোরপূর্বক দূরে কাজ করতে বাধ্য করছে চীন সরকার

|

সংখ্যালঘুদের জোরপূর্বক দূরে কাজ করতে বাধ্য করছে চীন সরকার

জিনজিয়াং প্রদেশ থেকে সংখ্যালঘুদের জোরপূর্বক দূরে কাজ করতে বাধ্য করছে চীন সরকার। সম্প্রতি, বিবিসির অনুসন্ধানী রিপোর্টে বেরিয়ে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে উঠে আসে, মুসলিম উইঘুর’সহ কাজাখদের দূর-দূরান্তে পাঠানো হচ্ছে। এমনকি, পরিবারের সাথে মাসের পর মাস তাদের যোগাযোগ করতে দেয়া হয় না।

২০১৭ সালে, প্রথম বিষয়টি সামনে আনা হলেও, তাতে নজর দেয়নি আন্তর্জাতিক মহল। বর্তমানে, উইঘুর ইস্যু নিয়ে পশ্চিমা বিশ্ব চীনের ওপর চাপ প্রয়োগ করায় রিপোর্টটি নতুনভাবে প্রকাশ করা হয়। যদিও, শি জিনপিং সরকারের দাবি- দারিদ্র্য ও বেকারত্ব কমাতেই তাদের এ উদ্যোগ।

এরমাধ্যমে, জনশক্তি ছড়িয়ে যাবে গোটা চীনে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply