সিনেট নির্বাচনে ধাক্কা, আস্থা ভোটের মুখে ইমরান খান

|

সিনেট নির্বাচনে ধাক্কা, আস্থা ভোটের মুখে ইমরান খান

পাকিস্তানে আস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার সিনেটে ক্ষমতাসীন দল- পিটিআই নিয়ন্ত্রণ হারানোর পর উঠে প্রস্তাবটি।

এদিন ৯৬ আসনের উচ্চকক্ষের ৪৮টিতে নির্বাচন হয়। তাতে প্রাদেশিক এবং জাতীয় পরিষদের নিম্নকক্ষের সদস্যরা ভোট দেন। কিন্তু ইসলামাবাদের গুরুত্বপূর্ণ আসনে দলীয় প্রার্থী ও অর্থমন্ত্রী আবদুল হাফিজ শেখ হেরে যান। যাতে সীমিত ভোটের ব্যবধানে জয়ী হন সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল-পিপিপি’র প্রার্থী ইউসুফ রাজা গিলানি। এই পরাজয় ইমরান খানের জন্য ডেকে এনেছে বড় বিপর্যয়।

ধারণা করা হচ্ছে, গোপন ব্যালটের নির্বাচনে পিটিআই ও শরিক দলের অনেক এমপি গিলানিকে সমর্থন দিয়েছেন। সিনেটে ক্ষমতাসীনদের হাতে রয়েছে ২৬ আসন।

অন্যদিকে পিপিপি-পিএমএলএন জোটসহ বিরোধী এবং স্বতন্ত্রদের নিয়ন্ত্রণে বাকি ৭০ আসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply