ভারতে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ৩০ পুলিশ সদস্য

|

ভারতে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ৩০ পুলিশ সদস্য

মিয়ানমারে চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যে সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন দেশটির পুলিশ বাহিনীর কমপক্ষে ৩০ সদস্য।

গেল ক’দিন ধরে সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নেন নিরাপত্তা বাহিনীর এসব সদস্য।

জিজ্ঞাসাবাদে তারা জানান, জান্তাবিরোধী আন্দোলনকারীদের দমনে নির্দেশ দেয়া হচ্ছে তাদের। সেই নির্দেশ অমান্য করেন পুলিশের সদস্যরা। সামরিক সরকারের নিপীড়নের ভয়ে সীমান্ত পাড়ি দেয়ার সিদ্ধান্ত নেন।

এছাড়া মিয়ানমারের অনেক বেসামরিক নাগরিকও ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম। এ পরিস্থিতিতে সীমান্ত এলাকায় কড়াকড়ি বাড়িয়েছে বিএসএফ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply