অবতরণের পরপরই বিস্ফোরিত হলো এলন মাস্কের রকেট

|

অবতরণের পরপরই বিস্ফোরিত হলো এলন মাস্কের রকেট

আবারও ভেঙে পড়লো ধনকুবের এলন মাস্কের রকেট। টেক্সাসে অবতরণের কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরিত হয় স্পেসএক্সের রকেট ‘এসএন-10’।

মঙ্গলগ্রহ ও চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি হিসেবে এসব স্টারশিপ নিয়ে পরীক্ষা চালাচ্ছে স্পেসএক্স। ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে পরপর দুটি রকেট ভেঙে পড়ে পরীক্ষার সময়। তৃতীয় পরীক্ষায় সাফল্যের আশা করছিলো এলন মাস্কের প্রতিষ্ঠান। উড্ডয়নের পর সবকিছু চলছিলো ঠিকঠাকই। তিন মিনিটে ১০ কিলোমিটার উচ্চতায় উড্ডয়ন শেষে সফলভাবে ফিরেও আসে ‘এসএন-10’ রকেট।

কিন্তু অবতরণের পর, ল্যান্ডিং প্যাডেই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। যার ভয়াবহতায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মহাকাশযানটি। এই মডেলের রকেটে ২০২৩ সালে চাঁদ এবং ২০২৬ সালে মঙ্গলে মানুষ পাঠাতে চান এলন মাস্ক। পরীক্ষার জন্যই বিপুল অর্থ বিনিয়োগ করছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply