ভারতের কাছে পুলিশ কর্মকর্তাদের ফেরত চাইছে মিয়ানমার

|

ভারতের কাছে পুলিশ কর্মকর্তাদের ফেরত চাইছে মিয়ানমার

সহিংস পরিস্থিতির জেরে ভারতে আশ্রয় নেয়া পুলিশ সদস্যদের ফেরত পাঠাতে দেশটিকে চিঠি দিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনী। দুই প্রতিবেশি দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এ আহ্বান জানায় কর্তৃপক্ষ।

মিজোরাম রাজ্য কর্তৃপক্ষকে দেয়া চিঠিতে বলা হয়, আটজন পুলিশ কর্মকর্তা সীমান্ত পাড়ি দিয়ে সেখানে আশ্রয় নিয়েছে।

রাজ্য প্রশাসন জানিয়েছে, দিল্লির সিদ্ধান্তের অপেক্ষায় আছে তারা।

রয়টার্সের তথ্য অনুযায়ী, মিয়ানমারে চলমান রাজনৈতিক সহিংসতার মধ্যে সীমান্ত পার হয়ে ভারতে আশ্রয় নেয় দেশটির পুলিশ বাহিনীর কমপক্ষে ৩০ সদস্য। জান্তাবিরোধী আন্দোলনকারীদের দমনে নির্দেশ অমান্য করেন তারা। পরে সামরিক সরকারের নিপীড়নের ভয়ে দেশ ছাড়েন। মিয়ানমারের অনেক বেসামরিক নাগরিকও ভারতে আশ্রয় নিয়েছে বলে জানাচ্ছে বিভিন্ন গণমাধ্যম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply