মিয়ানমারে শনিবার রাতেই সাঁড়াশি অভিযানে আটক ১৭শ’র বেশি

|

মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী আন্দোলন দমনে শুধু শনিবার রাতেই সাঁড়াশি অভিযান চালিয়ে ১৭শ’র বেশি মানুষকে আটক করেছে জান্তা। বিষয়টি নিশ্চিত করেছে অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজোনার্স নামের পর্যবেক্ষক সংস্থা।

বিবৃতি অনুসারে, সবচেয়ে বড় অভিযানটি চালানো হয়েছে বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুনে। এছাড়া, রাজধানী নেইপিদো ও ম্যান্ডেলে শহরেও ফাঁকা বুলেট-কাঁদানে গ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনী; চালায় ব্যাপক ধরপাকড়। তবুও রোববার রাজপথে নেমেছেন হাজার-হাজার বিক্ষোভকারী। তাদের মূল দাবি- রাজবন্দিদের মুক্তি এবং গণতন্ত্রের পুনরুদ্ধার।

ফেব্রুয়ারির ১ তারিখে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। সেসময়ই গৃহবন্দী করা হয় রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি, প্রেসিডেন্টসহ শীর্ষ রাজনীতিকদের। দেশটিতে এখন পর্যন্ত সামরিক আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৫ জন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply