পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান

|

পাবনা প্রতিনিধি:

পাবনার বেড়া উপজেলায় অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সোমবার দুপুরের পর পাবনা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করেছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, উপজেলার নাটিয়াবাড়ি এলাকায় আলম হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে অবৈধ অস্ত্র তৈরির বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গোয়েন্দা পুলিশ জেলা পুলিশকে অবহিত করেন।

পরে জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নির্দেশে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। অভিযানে ওই বাড়ি থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও দু’টি দেশি তৈরি শাটারগান উদ্ধার করে। সেইসাথে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলো, পাবনার বেড়া উপজেলার রাকশা গ্রামের আব্দুল্লাহ আল মনসুর মিঠু (৩৫) ও নাটিয়াবাড়ি রাজনারায়নপুর গ্রামের আব্দুল আল ছিয়াম কাজী (২২)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply