ভারতে আশ্রয় নেয়া কমপক্ষে দেড়শো রোহিঙ্গা আটক

|

ভারতে আশ্রয় নেয়া কমপক্ষে দেড়শো রোহিঙ্গা আটক

মিয়ানমারে নির্যাতন থেকে প্রাণে বাঁচতে, ভারতে আশ্রয় নেয়া কমপক্ষে দেড়শো রোহিঙ্গা মুসলিমকে আটক করেছে পুলিশ। ভারতের নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির অঞ্চল থেকে এসব রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

ভারতীয় পুলিশ মুখপাত্রের দাবি, বৈধ কাগজপত্র ছাড়া যেসব মানুষ উপত্যকায় বসবাস করছেন তাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই আটক হয়েছেন এসব রোহিঙ্গারা। জানানো হয়, জম্মুর হিরা নগর কারাগারের একটি অস্থায়ী হোল্ডিং সেন্টারে বাস করছেন। ভারতের পুলিশ তাদেরকে এখন দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। জম্মু-কাশ্মিরে বসবাসরত অন্য রোহিঙ্গারাও এই অভিযানে আতঙ্কিত।

একজন জানান, রোহিঙ্গাদের পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুই জানিনা- কোথায় যাচ্ছি, কী করা হবে আমাদের সাথে। আগেই হাজারো সমস্যায় জর্জরিত। এখন দেশে ফেরত পাঠানো হলে একেবারে মারা পড়বো।

অন্য আরেকজন বলেন, জম্মু থেকে সরিয়ে রোহিঙ্গাদের ভারতের অন্যান্য রাজ্যে জায়গা দিলে আমাদের কোন সমস্যা নেই। কিন্তু মোদি সরকার যদি বলে- মিয়ানমারে ফেরত পাঠানো হবে এসব পরিবারকে তাহলে, নিৎসন্দেহে অনেকেই পালানোর চেষ্টা করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply