আন্তর্জাতিক নারী দিবসে বিক্ষোভ হয়েছে অনেক দেশে

|

আন্তর্জাতিক নারী দিবসে বিক্ষোভ হয়েছে অনেক দেশে

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিক্ষোভ হয়েছে অনেক দেশে। আলজেরিয়া, মেক্সিকো, আর্জেন্টিনায় সহিংসতার ঘটনাও হয়েছে।

মেক্সিকো সিটির ন্যাশনাল প্যালেসের সামনে বিক্ষোভে অংশ নেন কয়েক হাজার নারী। প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজের নীতির সমালোচনা করে ভাঙচুরও চালান। মন্ত্রিসভায় নারীর সংখ্যা বৃদ্ধির কথা থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ জানান নারীরা।

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সেও সোমবার ব্যাপক বিক্ষোভ করেন নারীরা। প্রাপ্য অধিকার আদায়ের দাবিতে শ্লোগান দেন তারা। পুলিশের সাথে সংঘর্ষও হয় বিভিন্ন স্থানে।

আন্তর্জাতিক নারী দিবসে বিক্ষোভ সহিংসতা হয়েছে আর্জেন্টিনাতেও। কর্মক্ষেত্রে সমতার দাবি জানিয়ে রাজধানীতে কংগ্রেস ভবন ঘেরাও করেন কয়েক হাজার নারী। পুলিশ বাঁধা দিলে শুরু হয় সংঘর্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply