নির্যাতনের অভিযোগ তুলে মামলা করলেন কার্টুনিস্ট কিশোর

|

নির্যাতনের অভিযোগ তুলে মামলা করলেন কার্টুনিস্ট কিশোর

হেফাজতে নির্যাতন জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার আদেশ চেয়ে আদালতে মামলা করেছেন ডিজিটাল নিরাপত্তা আইনে জামিন পাওয়া কার্টুনিস্ট আহম্মেদ কবীর কিশোর।

বিষয়টি আমলে নিয়ে দু’দিন পর আদেশের দিন ঠিক করেছেন মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস। আবেদনে সুষ্ঠু-নিরপেক্ষ তদন্ত করে নির্যাতনকারীদের চিহ্নিত করে ব্যবস্থার প্রার্থনা করেন কার্টুনিস্ট কিশোর। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের সুনির্দিষ্ট ৪টি ধারায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলার আদেশ চান অভিযোগকারী।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট কিশোরকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট।

গত বছরের ৬ মে রমনা থানায় কিশোরসহ ১১ জনের নাম উল্লেখ করে পাঁচ-ছয়জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‍্যাব। গ্রেফতারের পর হেফাজতেই নির্যাতনের মুখে পড়েন বলে অভিযোগ তার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply