চালকের ঘুমে গাছের সাথে ধাক্কা খেল বাস, আহত ১৫

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার দেবিদ্বারে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা দিলে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। যাত্রীরা জানান, চালকের ঘুমের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনায় বাসের সামনের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বারেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি আরিফুর রহমান। তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তিশা পরিবহনের একটি বাস উপজেলার বারেরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কায় লেগে এর সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে চালকসহ অন্তত ১৫ থেকে ১৬ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে দেবিদ্বার ও কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে।

আহত যাত্রী আবদুল গফুর, রমিজ উদ্দিন ও তফাজ্জল হোসেন বলেন, চোখে ঘুম নিয়ে চালক গাড়ি চালাচ্ছিলেন চালক। এতেই দুর্ঘটনা ঘটে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply