ভারতে শুরু হলো হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব কুম্ভ মেলা

|

ভারতে শুরু হলো হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কুম্ভ মেলা। বৃহস্পতিবার শিবরাত্রিতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় উত্তরাখণ্ডের হরিদ্বারে। করোনা মহামারির মধ্যেও অংশ নিয়েছেন লাখ-লাখ তীর্থযাত্রী।

নানা আচার পালন করছেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবার ১১ বছর পর কুম্ভমেলা হচ্ছে হরিদ্বারে। করোনার কারণে সংক্ষিপ্ত পরিসরের এবারের তীর্থযাত্রা শেষ হবে ১০ এপ্রিল।

করোনার বিস্তার ঠেকাতে এবার নানা স্বাস্থ্য সতর্কতা নিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন। করোনা পরীক্ষায় নেগেটিভ প্রমাণিতরাই যোগ দিতে পারবেন মেলায়। নিজেদের মধ্যে ৬ ফুট দূরত্ব রাখার নির্দেশনাও দেয়া হয়েছে। তবে, গঙ্গায় পবিত্র স্নানের সময় স্বাস্থ্যবিধির তোয়াক্কা করেননি কেউ। একদিনেই প্রায় ২২ লাখ পুণ্যার্থী গঙ্গায় ডুব দেন।

তীর্থযাত্রীদের বিশ্বাস, কুম্ভমেলার সময় গঙ্গায় ডুব দিলে সব পাপ ধুয়ে যায়। প্রতি ১২ বছরে ৪ বার অনুষ্ঠিত হয় কুম্ভমেলা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply