দুই টেস্টের জন্য শ্রীলঙ্কা সফর চূড়ান্ত, খেলা হবে গলে

|

অবশেষে চূড়ান্ত হয়েছে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচী। ২১ ও ২৯ এপ্রিল দুই টেস্টে লঙ্কানদের অতিথি হয়েই মাঠে নামবে বাংলাদেশ।

সম্ভাব্য ভেন্যু গল, তবে কলম্বোতে কোয়ারেন্টাইন করতে চায় বিসিবি। সিরিজের সব কিছু প্রায় চূড়ান্ত হলেও, আয়োজক হওয়ায় সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, বলছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। ১২ এপ্রিল শ্রীলঙ্কায় পাড়ি দেবে বাংলাদেশ। আর ১৭ এপ্রিল ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে মুমিনুল হকের দল।

তবে লঙ্কা সফরে স্পিন কোচ হিসেবে কে যাবে সেই ব্যাপারে আকরাম খান বলেন, করোনার সময়ে নিউজিল্যান্ড থেকে ভেটোরির যাওয়া এবং আসায় বিরাট একটা সিস্টেমেটিক প্রবলেম রয়েছে। সেটার জন্য আমরা আপাতত নিউজিল্যান্ডের বাইরে ওকে আমরা পাবো না। আমরা ভবিষ্যতে চিন্তা করবো কি হয় না হয়। এর মধ্যে স্থানীয় কোচ আছে যাকে নিয়ে আমরা শ্রীলঙ্কা যাব।

তিনি আরও বলেন, শ্রীলঙ্কা সফরে দেশীয় স্পিন কোচে প্রাধান্য দিচ্ছি। এর মধ্যে দেখি, কী করা যায়। কোভিডের জন্য পরিস্থিতিতে আমরা বেশ ঝামেলায় আছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply