সুস্থ হয়ে বাড়ি ফিরছে জোড়া মাথার যমজ শিশু রাবেয়া-রোকাইয়া

|

সুস্থ হয়ে বাড়ি ফিরছে জোড়া মাথার যমজ শিশু রাবেয়া-রোকাইয়া। ৩৬ ঘণ্টার দীর্ঘ ও সফল চিকিৎসার পর সুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাচ্ছে জোড়া মাথার যমজ শিশু দুটি।

রোববার ঢাকার সিএমএইচ-এ ‘মুজিব শতবর্ষে রাবেয়া-রোকেয়ার শুভ গৃহ প্রত্যাবর্তন’ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। বলেন, দীর্ঘ ও জটিল চিকিৎসা শেষে রাবেয়া-রোকাইয়া বাড়ি ফিরে যাওয়া খুব আনন্দের। সন্তানের বাড়ি নিয়ে যাওয়ার আনন্দে ভাসছেন তার মাও।

এ সময় সেনা প্রধান আজিজ আহমেদ জানান, এমন উদ্যোগে সিএমএইচ যুক্ত হতে পেরে খুশি সেনাবাহিনীও।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply