জয়পুরহাটে শিশু ধর্ষণের অপরাধে পলাতক আসামির যাবজ্জীবন

|

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানাইচ আলীপুর গ্রামের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আসামি জহুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

রোববার দুপরে পলাতক আসামির অনুপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১২ এপ্রিল বিকেলে বানাইছ গ্রামের জহুরুল ইসলাম একই গ্রামের ১২ বছর বয়সী ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই শিশুর পিতা বাদি হয়ে ১৪ এপ্রিল তারিখে দুজনকে আসামি করে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন।

পরবর্তীতে আসামি গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে উচ্চ আদালত থেকে জামিন নেয় আসামি জহুরুল। এরপর থেকে আসামি পলাতক রয়েছে। মামলার তদন্তের পরে দুজন আসামির একজনকে কারাদণ্ড ও একজনকে খালাস দেন আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply