পোশাক-চামড়াজাত পণ্য বেশি আমদানি করতে সুইডেনকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

|

বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ উন্নয়নের অগ্রযাত্রাতে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে পোশাক ও চামড়াজাত পণ্য আরও বেশি আমদানি করতে সুইডেনকে অনুরোধ করেছেন পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।

রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে মন্ত্রী রোহিঙ্গাদের ফেরাতেও দেশটির আন্তরিক উদ্যোগও প্রত্যাশা করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ বক্তৃতায় সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী তার দেশের উদ্যোক্তারা। কোভিড পরিস্থিতিতেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার ভূয়সী করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply